• বৃহস্পতিবার ০৯ মে ২০২৪ ||

  • বৈশাখ ২৬ ১৪৩১

  • || ২৯ শাওয়াল ১৪৪৫

ফুলবাড়ীতে জাতীয় স্থানীয় সরকার দিবস পালিত 

প্রকাশিত: ২৭ ফেব্রুয়ারি ২০২৪  

‘স্মার্ট হবে স্থানীয় সরকার, নিশ্চিত করবে সেবার অধিকার’ শীর্ষক প্রতিপাদ্যকে সামনে রেখে গতকাল মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) দিনাজপুরের ফুলবাড়ী জাতীয় স্থানীয় সরকার দিবস পালন করা হয়েছে।

উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে সকাল সাড়ে ১১টায় উপজেলা পরিষদ চত্বর থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা রেব করা হয়। একইভাবে ফুলবাড়ী পৌরসভার উদ্যোগে অপর একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে প্রশাসনের শোভাযাত্রার সঙ্গে মিলিত হয়।

শোভাযাত্রা শেষে উপজেলা পরিষদ কনফারেন্স কক্ষে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মাদ জাফর আরিফ চৌধুরীর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. আতাউর রহমান মিল্টন, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পৌর মেয়র মো. মাহমুদ আলম লিটন, কাজিহাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মানিক রতন, উপজেলা ভেটেরিনারী সার্জন ডা. নেয়ামত আলী, থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোস্তাফিজার রহমান, পৌরসভার নির্বাহী প্রকৌশলী লুৎফুল হুদা চৌধুরী লিমন, পৌর কাউন্সিলর হারান দত্ত, আব্দুল জব্বার মাসুদ, ফুলবাড়ী প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক প্লাবন শুভ প্রমুখ। এসময় আমরা করব জয় সমাজকল্যাণ সংস্থার সহসভাপতি পলাশ দাস বাপ্পী, সাধারণ সম্পাদক সোহেল রানা, কোষাধ্যক্ষ আমিনুল ইসলামসহ বিভিন্ন সরকারি কর্মকর্তা-প্রতিনিধি, জনপ্রতিনিধি, পৌরসভার কর্মকর্তা-কর্মচারী, গণমাধ্যমকর্মীরা প্রমুখ উপস্থিত ছিলেন। 

 

 

– দিনাজপুর দর্পণ নিউজ ডেস্ক –